Breaking News

কাশ্মিরে কর্নেল, মেজরসহ ৫ ভারতীয় সেনা নি’হত!

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের হান্দওয়াড়ায় বিদ্রোহীদের সাথে এক এন’কাউ’ন্টারে একজন কর্নেল ও একজন মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নি’হ’ত হয়েছেন।

এ ঘটনায় বিপক্ষের দুইজনও নি’হ’ত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

খবরে প্রকাশ, শনিবার থেকেই উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে শুরু হয়েছিল গু’লি’র ল’ড়াই।

শনিবার জম্মু ও কাশ্মিরের পুলিশের সাথে সেনাবাহিনীর এই যৌ’থ অ’ভিযান শু’রু হয়। এক সরকারি বিবৃতি থেকে তেমনটাই জানা যাচ্ছে।

এও জানানো হয়েছে, দলটি আটকে পড়া সাধারণ নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গিয়েছিল, চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আ”টক করেছে বিদ্রোহীরা।

এরপরই জম্মু ও কাশ্মিরের পু’লিশে সাথে সেখানে যৌ’থ অ’ভিযান চালায় ভারতীয় সে’না। দলে ছিলেন পাঁচ সেনাকর্মী ও জম্মু-কাশ্মির পুলিশকর্মীরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যায় দলটি।

এরপর ওই নাগরিকদের উদ্ধার করতে গিয়ে বিদ্রোহীদের উপরে গু’লি চালাতে থাকে উদ্ধারকারী বাহিনী।

শেষ পর্যন্ত সফলভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র : এনডিটিভি

About admin

Check Also

মুসলমানদের আজানে শুধু শব্দ দূষণই হয়না বরং মানুষের অসুবিধাও হয়

ভারতের উত্তর প্রদেশে শব্দ দূষণের কারণ হিসেবে আজান, অখন্ড রামায়ন, কীর্তন, কাওয়ালি প্রভৃতিকে দায়ি করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *